Javascript Statement

প্রোগ্রামিং এ প্রতিটা instruction হলো এক একটি statement. Statement গুলো execute করে ওয়েব ব্রাউজার। Javascript এ values, operators, expressions, keywords and comments দিয়ে statement তৈরি হয়। এগুলো সব গুলো এক সাথেও থাকতে পারে আবার দুই একটাও থাকতে পারে। statement গুলো একই order এ execute হয়।

নিচের এই statement টা browser কে বলছে demo নামের যেই আইডিটা আছে তার মধ্যে Hello Dolly লিখো।

document.getElementById("demo").innerHTML = "Hello Dolly.";

Javascript multiples spaces ignore করে। মানে একটি count হয় বাকি গুলো count হয় না। নিচের এই code এর output একই আসবে।

let person = "Hege";
let person="Hege";

Javascript blocks এর মধ্যে অনেক গুলো statement থাকতে পারে। এই code blocks এর উদ্দেশ্য হলো কিছু statement কে একসাথে execute করা। Javascript এ blocks তৈরি হয় {} এই bracket দিয়ে। একে Javascript এ curly braces বলে।

Javascript এ কিছু reserve করা শব্দ থাকে যাকে keywords বলে। আমরা Javascript এ কোন কিছুর নাম দেয়ার সময় এই নাম গুলো দিতে পারবো নাহ।